ইনসাইড গ্রাউন্ড

তারকাখ্যাতির ফায়দা লুটছেন বিজয়!


প্রকাশ: 24/06/2023


Thumbnail

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের রেকর্ড করা টাইগার ব্যাটার এনামুল হক বিজয় কেন আফগানিস্তান সিরিজে ডাক পেলেন না এই নিয়ে গনমাধ্যম গুলোতে চলছে আলোচনা সমালোচনা। তবে গতকাল দেখা গেল মাঠের বাইরে তার আরেক চিত্র। প্রায় তিন বছর হলো কাগজপত্র ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছেন ডান হাতি এই ব্যাটার।

প্রায়শই বাংলাদেশের ক্রিকেট দলের অনেককে নিয়েই মাঠের বাইরে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এই তালিকায় আবার যুক্ত হলেন এনামুল হক বিজয় বিজয়। কোনো প্রকার কাগজ পত্র ছাড়াই প্রায় তিন বছর হলো টয়োটা ব্রান্ডের সি-এইচ আর মডেলের গাড়িটির চালাচ্ছেন ক্রিকেটার এনামুল হক বিজয়।

তবে গত ২৩ জুন শুক্রবার রাজধানীর মিরপুর-৬ ট্রাফিক পুলিশ আটক করে তার গাড়িটি। পরে নিজেই ছাড়িয়ে নিয়ে যান তার পছন্দের গাড়িটি। কেবল তারকাখ্যাতি এবং উপরমহলে তার হাত আছে বলেই সেই ক্ষমতার জেরে ছাড় পেয়ে গেলেন তিনি?


গাড়িটির কোনো ধরনের রেজিষ্টেশন, ট্যাক্স ভ্যাট, ইনসুরেন্সসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই। খোঁজ নিয়ে জানা যায়, বছর তিনেক আগে রাজধানীর তেজগাঁও এলাকার মাভিন অটোস থেকে গাড়িটি কেনেন ডানহাতি এই ক্রিকেটার। তারপর থেকে তিনি নিশ্চিন্তে এটি ব্যবহার করছেন। এই গাড়িতে করেই তিনি নিয়মিত প্রাকটিসে আসা যাওয়াসহ প্রয়োজনীয় সব কাজ সারছেন। তবে বিআরটিএর অনুমোদিত কোনো কাগজপত্র না থাকলেও নম্বর প্লেটের জায়গায় ঝুলছে শোরুম থেকে নির্ধারিত নম্বর প্লেট। যার মেয়াদ মাত্র একদিন। বিশেষ ব্যবস্থায় এটি চারদিন পর্যন্ত বাড়ানো যায়। তবে সেসব নিয়মের তোয়াক্কা না করে প্রতারণার মাধ্যমে তিনি বছর ধরে গাড়িটি নিজে চালিয়ে আসছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে বিজয়ের তেমন কোনো সফলতা না দেখা গেলেও প্রতারণার মাধ্যমে নানা কর্মকান্ডে সিদ্ধহস্ত এই ক্রিকেটার। জানা যায়, শুধূ গাড়িই নয়, তার দুটি মোটর বাইকেরও কোনো সরকারি কাগজপত্র নেই। যেগুলো নিয়মিত তিনি ব্যবহার করেন। তারকা ইমেজ আর জাতীয় দলের ক্রিকেটার হওয়ার সুবাধে রাস্তায় কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়না খেলার মাঠের ব্যর্থ এই ক্রিকেটারকে।


বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উর্ধতন একজন কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি জানান, এইভাবে গাড়ি চালানোর কোনো নিয়ম নেই। তিনি যতবড় তারকা বা ক্ষমতাবান হোন না কেন। সড়কে গাড়ি নামালে অবশ্যই আসল কাগজপত্র তৈরি ও সাথে রাখতে হবে।

এদিকে কিছুদিন আগে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের নাম ভাঙিয়ে মানুষকে প্রতারিত করে আসছিলেন তারই ছোট ভাই শাকিল। কিছুদিন আগে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন এবং ছোট ভাইযের শাস্তি দাবি করেন।

গাড়ির কাগজপত্র না থাকা প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এই বিষয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭