কালার ইনসাইড

দর্শক খরায় একের পর এক শো বাতিল হচ্ছে ‘আদিপুরুষ’র


প্রকাশ: 24/06/2023


Thumbnail

‘আদিপুরুষ’ ছবির শুরুটা ভালো হলেও দিন যত যাচ্ছে ততই হতাশ করছে আলোচিতএই ছবিটি।  দর্শক খরায় মুক্তির মাত্র আট দিনেই দর্শকের অভাবে একে পর এক বাতিল হয়ে গেছে অনেকগুলো শো। এমনকি হল মালিকরা ‘আদিপুরুষ’-এর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি তুলছেন। 

মুক্তির পর থেকেই ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশ কিছু দৃশ্য হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ তোলা হয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া হয়েছে বয়কটের ডাক। এর প্রভাব পড়েছে বক্স অফিসে। শুক্রবার ছবিটি আয় করেছে মাত্র ৩.২৫ কোটি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭