কালার ইনসাইড

কলকাতায় ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা


প্রকাশ: 25/06/2023


Thumbnail

১৬ জুন মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকে নানা বিতর্ক-সমালোচনা ছিল সিনেমাটি নিয়ে। মুক্তি পরেও তা চলছে। সেসবের জেরেই দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেয়া হয়েছে; এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।

বিচারপতি টি. এস. শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল হয়েছে। তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী চরিত্রদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা হয় তাদের অশালীন পোশাকে দেখানো হয়েছে।

উল্লেখ্য, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পালটে দেয়া হয়। তন্ময় বসুর অভিযোগ, সেগুলো জোড়াতালি দেয়ার মতো কাজ করা হয়েছে। আর এমন সিনেমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

ইতোমধ্যেই নেপালে ‘আদিপুরুষ’ নিষিদ্ধ করা হয়েছে। সে বিষয়ও এই অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন সিনেমার প্রদর্শন বন্ধ হওয়া উচিত বলেও জানানো হয়েছে।

‘‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান’’- অভিযোগ তুলে দিন কয়েক আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা।

সেখানে আবার অভিযোগ, ‘বজরংবলী এবং রাবণকে আদ্যোন্ত বিকৃত করে দেখানো হয়েছে। এবার কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি আগামী মঙ্গলবার ধার্য করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭