ইনসাইড বাংলাদেশ

ড. জাফর ইকবালকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2018


Thumbnail

ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল কে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ সোমবার দুপুর দেড়টায় জাফর ইকবালকে দেখতে সিএমএইচ যান প্রধানমন্ত্রী । 

এসময় প্রধানমন্ত্রী জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

উল্লেখ্য, শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মাঠে এক অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুর। ড. জাফর ইকবালের মাথার পেছনে উপর্যুপুরি আঘাত করে সে। ঘটনার পরপরই জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ারফোর্সের হেলিকপ্টারে রাতেই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় জাফর ইকবালকে।

বাংলা ইনসাইডার/এএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭