ইনসাইড গ্রাউন্ড

ভুটান ম্যাচে তারিক কাজীকে ছাড়াই নামার শংকা


প্রকাশ: 27/06/2023


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তারিক কাজীর দারুণ গোলেই বাংলাদেশ লিড পায়। এরপরই আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। এই ম্যাচেই ২০ বছর পর দ্বীপ রাষ্ট্রটিকে হারানোর স্বাদ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশর ডিফেন্স লাইনের ভরসার নাম তারিক কাজী। মালদ্বীপের বিপক্ষে গোল করার কিছুক্ষণ পরেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তারিককে। এরপর তার এক্স-রে করানো হয়েছে। এখনো তার ইনজুরি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ফলে গতকাল সোমবার অনুশীলনে তারিককে বিশ্রাম দিয়েছেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। নিজের হোটেল রুমে বিশ্রামে আছেন তিনি। তাকে ছাড়াই গতকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

ভুটানের বিপক্ষে তারিককে পাওয়া যাচ্ছে কি না, তা এখনও নিশ্চিত না’ বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। তার ভাষ্য, গতকাল তারিকের এক্স-রে করানো হয়েছে। এখনও তার বিষয়ে চিকিৎসকরা মন্তব্য করেননি। আজ (২৬ জুন) আরেক দফা এক্স-রে হতে পারে। এরপর হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

তবে ম্যাচের পর কোচ জানিয়েছিলেন, আমরা তার জন্য চেষ্টা করব। তবে ফিট না হতে পারলে, অন্য খেলোয়াড় খেলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭