কালার ইনসাইড

ঈদুল আযহায় ১৫ নতুন নাটক নিয়ে তারকা নির্মাতা-শিল্পীরা


প্রকাশ: 27/06/2023


Thumbnail

ঈদুল আযহায় ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।

এ ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে  চ্যানেল আই-এ দেখানো হবে ফরিদুর রেজা সাগেরর গল্পে নির্মিত রেজানুর রহমানের বিশেষ নাটক ‘আরেক পৃথিবী’ । রেজানুর রহমান পরিচালিত নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস প্রমুখ। 

ঈদের দিন: ‘পাগলা হাওয়া বাদল রাতে’। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, মাইমুনা মম, জীবন রায়, মাহা, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে আছে নাটক ‘কাকজোৎস্না’। রচনা মামুনুর রশীদ, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

ঈদের ২য় দিন: ভিকি জাহেদের বহুল প্রতীক্ষিত নাটক ‘পুনর্জন্ম অন্তিম পর্ব (প্রথম অংশ)। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, নওশাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব (দ্বিতীয় অংশ)। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন: নাটক ‘আমায় ছুঁয়ে দিলে’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, ললনা নুর, আবুল হায়াত, আনিসুর রহমান বাচ্চু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘বহিরাগত’। রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তটিনী, রুনা খান প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘তরুলতার বিয়ে’। রচনা মিজানুর রহমান। পরিচালনায় আলমগীর সাগর। অভিনয়ে সালমান মুক্তাদির, রুকাইয়া জাহান চমক, মিলি বাশার, জিনাত রেহানা প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘রবিন ভাই’। রচনা ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, রিয়াদ, মিলি বাশার প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: ‘নীতুর জন্য’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তাসনিয়া ফারিন, শাশ্বত, আমিরুল হক চৌধুরী, ফখরুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘পারুল’। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় আলোক হাসান। অভিনয়ে সাফা কবির, মনোজ প্রামাণিক, রকি খান, শম্পা নিজাম, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘ভূতের গার্লফ্রেন্ড’। রচনা পলক হাসান বাপ্পি, পরিচালনায় সৌরন খান পাঠান ও পলক হাসান বাপ্পি। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, সুমন পাটোয়ারী, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘কফি বয়’। রচনা ও পরিচালনায় অনিরূদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, আশরাফুল আশীষ প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন: নাটক ‘ঘড়ি’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, সারওয়াত আজাদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘কপাল’। রচনা জুয়েল এলিন। পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সোহেল মন্ডল, অর্ষা প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭