ওয়ার্ল্ড ইনসাইড

ওয়াগনার বাহিনীর জন্য আর অর্থ দেবে না রাশিয়া


প্রকাশ: 30/06/2023


Thumbnail

রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলভ জানিয়েছেন, ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার বাহিনী আর যুদ্ধ করবে না। তিনি আরও জানান, এই বাহিনীর জন্য আর অর্থ দেবে না রাশিয়া।

আন্দ্রেই বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে সবাই তা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। তবে প্রিগোজিন এতে সম্মতি জানাননি। 

দ্য গার্ডিয়ানের খবরে তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন না বলেই প্রিগোশিন যোদ্ধাদের জানিয়ে দেন, তারা আর ইউক্রেনে লড়াই করবেন না। প্রিগোজিনের এই সিদ্ধান্তের কারণে রাষ্ট্রীয় তহবিল থেকে আর কোনো অর্থ পাবে না ওয়াগনার বাহিনী।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে নিয়মিত সেনাদের পাশাপাশি ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনে পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত সপ্তাহে তারা পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

যদিও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে বেলারুশে চলে যায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭