ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০


প্রকাশ: 30/06/2023


Thumbnail

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুমদার বাড়ীর বাসিন্দা সৌর মজুমদার গংদের বাড়ীর পাশের মালিকানা পুকুরে অংশীদার হিসেবে মালিকানা দাবী করে নব কুমার গং কর্তৃক মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের বাক বিতন্ডা হয়। এসময় নব কুমার ও তার ভাই মানিক এবং ছেলে প্রান্ত মজুমদারসহ ৮/১০জন তাদের প্রতিপক্ষ সৌর ও তার চাচা অজয়ের উপর লাঠি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অজয় গংদের বাড়ীতে গিয়েও তারা নিবা রানী, তুপ্তি রানীসহ  আরো ৪জনকে মারধর করে। এসময় স্কুলছাত্রীসহ একাধিক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠে। এসময় বাড়ীর অন্যলোকজনের সঙ্গে তাদের দস্তাদস্তির ঘটনা ঘটে। এতে আরো কয়েকজনসহ  উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। 

এদিকে অভিযুক্ত নব কুমার মজুমদার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে পুকুরে তাদের মালিকানা রয়েছে বলে দাবী করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭