ইনসাইড গ্রাউন্ড

প্রথমার্ধ্বে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ


প্রকাশ: 01/07/2023


Thumbnail

সেমির লড়াইয়ে জামাল ভূঁইয়ার দলের প্রতিপক্ষ কুয়েত। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এবং র‍্যাঙ্কিংয়ের বিচারে কুয়েতের ধারেকাছে না থাকলেও সেমির লড়াইয়ে প্রথমার্ধ্বে দাপট দেখাচ্ছে বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে  সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি কয়েতের। কুয়েত ম্যাচে তারিক কাজীকে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এছাড়া বাংলাদেশের মূল শক্তি জামাল, রাকিব, মুরসালিন সবাই রয়েছে একদশে। কুয়েত তার সেরা একদশ নিয়ে ফাইনালে উঠার স্বপ্ন দেখছে।

প্রথমার্ধ্বের শুরুতেই দেড় মিনিটের মাথায় রাকিবের ক্রসে একাই পেনল্টি বক্সে বল পেয়েছিলেন মোরসালিন। কিন্ত কুয়েতের গোলকিপার আব্দুল রহমান কামিল কে পরাস্ত করতে পারলেন না ৭ নম্বর জার্সি পরিধিত মোরসালিন। শুরুতেই কুয়েতের রক্ষনভাগে ডর ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলার মিডফিল্ড বেশ কিছু লং পাসের মাধ্যনে সুযোগ বের করে দিচ্ছে। ফলে কুয়েতের রক্ষনভাগে অধিনায়ক আল বুলোউশির ভালোই বেগ পেতে হচ্ছে মুরসালিনকে ঠেকাতে।

কুয়েতের আক্রমণভাগের সালমান হঠাৎ বাংলাদেশের রক্ষনভাগ ভেঙ্গে ফেললেও আত্মবিশ্বাসী তারেক কাজীরা তাকে প্রতিহত করেছেন। প্রথম ৪৫ মিনিটে অনেকটা বলা চলে সমানে সমানে লড়াই চললেও কর্তৃত্বপূর্ণ ফুটবল খেলছে বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭