ইনসাইড গ্রাউন্ড

তুমুল লড়াইয়ে হার দিয়েই সেমিফাইল থেকে বিদায় লাল-সবুজদের


প্রকাশ: 01/07/2023


Thumbnail

শনিবার (১ জুলাই) বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। কিন্ত  ১০৬ মিনিটে আল-বলুউশিএর কাছে দূর্ভাগ্যক্রমে গোল খেয়ে ১-০ গোলে পিছিয়ে পরে বাংলাদশ। ১২০ মিনিটে অনেক চেষ্টা করেও বলা চলে ভাগ্যের কাছেই হেরেছে বাংলাদেশ।

দুই দলের শক্তির পার্থক্য অনেক। তবে কুয়েতের সঙ্গে দারুণ লড়েছে বাংলাদেশ। চোখে চোখ রেখেছে খেলেছে। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে কুয়েতকে পাল্টা চ্যালেঞ্জও দিয়েছে। কুয়েতকে ৯০ মিনিটের নির্ধারিত সময়ে গোল করতে দেয়নি হাভিয়ের কাবরেরার দল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ ফুটবলের প্রথম সেমিফাইনাল অতিরক্তি সময়ে নিয়ে গেছে লড়াকু বাংলাদেশ

 বাংলাদেশ দূর্দান্তভাবে রুখে দিয়েছে কুয়েতকে। কোনোভাবেই সুবিধা করে উঠতে পারছিলনা কুয়েত। অতিরিক্ত সময়ে অনেকটা ক্লান্ত বলা চলে বাংলদেশী খেলোয়াড়রা। সেই সুযোগে ১০৬ মিনিটে  আল-বলুউশি গোল দিয়ে ফেলেন দূর্ভাগ্যাক্রেমে তপুর পায়ের ফাঁক দিয়ে হালকা শটে বল গোলে জড়ালো বলুউশি। 

ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। ১-০ তে হেরে গিয়েও দূর্দান্ত খেলা উপহার দিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিলো লাল-সবুজধারীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭