ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় রশিদরা


প্রকাশ: 02/07/2023


Thumbnail

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে রশিদ খানের দল। 

এর আগে একইদিন সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার সকালেই টাইগার ক্রিকেটাররা টিম হোটেলে উঠেছেন। এ বহরের সঙ্গেই সেখানে গিয়েছেন চোটের কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও।

জানা গেছে, আগামী সোমবার (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই দলই বিমান ধরবে সিলেটের উদ্দেশে। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭