ইনসাইড গ্রাউন্ড

টাইব্রেকারে গুরপ্রীতের হাতে জয় ভারতের


প্রকাশ: 02/07/2023


Thumbnail

১২০ মিনিটের লড়াইয়ের পরও জেতেনি কোনও দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের প্রায় ২০ হাজার দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত গলা ফাটালেন সুনীল ছেত্রীদের জন্য।

সহজ সুযোগ না ফস্কালে নির্ধারিত সময়েই জিতে যেতে পারত ভারত। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনালে কুয়েতের সামনে ভারত।

লেবাননের হাসান মাতুকের নেওয়া প্রথম শটই ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গুরপ্রিত। এরপর  ওয়ালিদ শোর ও মোহাম্মদ সাদেক গোল ঢুকালেও খলিল বাদের বল মারেন আকাশে।

আগামী ৪ জুলাই এই স্টেডিয়ামে ভারত ও কুয়েত ফাইনালে মুখোমুখি হবে। বিকেলে প্রথম সেমিফাইনালে অতিরিক্ত সময়ের দেওয়া ১-০ গোলের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে ওঠে কুয়েত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭