ওয়ার্ল্ড ইনসাইড

সেনাদের প্রশিক্ষণ দিতে ওয়াগনারকে চান বেলারুশের প্রেসিডেন্ট


প্রকাশ: 02/07/2023


Thumbnail

নিজ দেশের সেনাদের প্রশিক্ষণ দিতে ওয়াগনারকে বেছে নিতে চান বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন।

লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার যোদ্ধারা আমাদের দেশে নেই। কিন্তু যদি তাদের ইন্সট্রাকটররা আসে এবং আমাদের সেনাদের তাদের কম্ব্যাট অভিক্ষতার প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা সেটা গ্রহণ করব, আমি আগেও সেটা বলেছি। সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র রেখেছে রাশিয়া। এই অস্ত্র কখনও ব্যবহার করা হবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো লুকাশেঙ্কোও বরাবরই তার দেশের ক্ষতির চেষ্টার জন্য পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পুরোদমে সমর্থনও করছেন তিনি। দেশের ক্ষতির শঙ্কা থেকে মুক্ত থাকতে এবং আগ্রাসনের সম্ভাবনা ঠেকাতে পারমাণবিক অস্ত্র প্রয়োজন বলে দাবি করেছেন লুকাশেঙ্কো। সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো এর সমালোচনা করেছে।

ওয়াগনার প্রধান বর্তমানে বেলারুশে নির্বাসনে আছেন। তার সঙ্গে কিছু যোদ্ধাও আছে। তবে সেই সংখ্যা কত তা জানা যায়নি।  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭