ইনসাইড গ্রাউন্ড

ইমরান খান কখনো আমাকে ধন্যবাদ জানায়নি


প্রকাশ: 02/07/2023


Thumbnail

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ইমরান খানকে তিনি প্রধানমন্ত্রী হতে সহায়তা করেছিলেন। কিন্তু এটা দুভার্গ্যজনক যে, ইমরান খান এটার জন্য কখনও কৃতজ্ঞতা স্বীকার করেননি। কখনও তাকে ধন্যবাদ পর্যন্ত জানায়নি পিটিআই চেয়ারম্যান।   

 পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম এআরওয়াইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ এসব কথা বলেন।     

এক প্রশ্নের জবাবে সাবেক এই পাক অধিনায়ক জানান, তার বাবাও ক্রিকেট খেলার বড় ভক্ত ছিলেন। পাকিস্তানের এই কিংবদন্তী ক্রিকেটার বলেন, আমি ও আমার  ভাইয়েরা মিলে সড়কে এমনকি ছাদে ক্রিকেট খেলতাম।

জাভেদ মিয়াঁদাদ বলেন, তিনি যখন জাতীয় দলের হয়ে খেলেতেন, সর্বদা চেষ্টা করতেন দল হারলেও যেন ব্যবধান সামান্য থাকে। দলের কোনো খেলোয়াড় তার অধিনায়কত্ব নিয়ে কখনও প্রশ্ন তোলেনি বলেও জানান তিনি।

 ইমরান খান ২০১৮ সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তিন বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭