ওয়ার্ল্ড ইনসাইড

বেলজিয়ামেও ছড়িয়ে পড়েছে ফ্রান্সের বিক্ষোভ


প্রকাশ: 02/07/2023


Thumbnail

পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে আছে ফ্রান্স। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্রান্সের এই চলমান বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে বেলজিয়ামেও।

শনিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের ঘটনায় প্রতিবেশী দেশ বেলজিয়ামেও বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভ থেকে দেশটির পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে। এদিকে ফ্রান্সের বিক্ষোভকারীরা প্যারিসের কাছে এক মেয়রের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।

বেলজিয়ামের অ্যাননেসেনস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে।

গত বৃহস্পতিবার সেন্ট্রাল ব্রাসেলসে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ থেকে একটি বাসের জানালা ভাঙচুর করে বিক্ষোভকারীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭