ইনসাইড বাংলাদেশ

`মার্সিডিজ গাড়িতেও পাট ব্যবহার হয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট দিয়ে অনেক কিছুই তৈরি হয়। এমনকি মার্সিডিজ গাড়ির সিট তৈরিতেও পাট ব্যবহার করা হয়।

জাতীয় পাট দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি যে শাড়ি পরে আছেন তা পাটের তৈরি।

পরে ভ্যানিটি ব্যাগসহ আরও কিছু সামগ্রী দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসবই পাটের তৈরি।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন পাটের শাড়ি ছাড়া বিয়েই হতো না। আর এখন চাবির রিং থেকে শুরু করে প্রায় সব কিছুই পাট থেকে তৈরি করা যায়।

 ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে এবার জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭