ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সের বিক্ষোভ এবার ছড়িয়ে পড়ল সুইজারল্যান্ডে


প্রকাশ: 03/07/2023


Thumbnail

ফ্রান্সে চলমান বিক্ষোভের ঢেউ লেগেছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডে। বেলজিয়ামের পর এবার সুইজারল্যান্ডের ফরাসি-ভাষী অঞ্চলের জেনেভা হ্রদের শহর লুজানের রাস্তায় নেমে এসেছেন শতাধিক বিক্ষোভকারী।

সুইজারল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের ঘটনা ও দাঙ্গার প্রতিধ্বনি অনুসরণ করে একশোরও বেশি যুবক সেন্ট্রাল লুসানে জড়ো হয়েছিল। তারা দোকানপাটের ক্ষতি করেছে। ফ্রান্সের মতো এতটা সহিংস না হলেও শনিবার সন্ধ্যায় দোকান ও পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ করে পাথর ও ককটেল ছুড়ে।

পুলিশ জানায়, সোশাল মিডিয়াতে বেশ কয়েকটি আহ্বানের পর সহিংসতা শুরু হয়েছিল। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকানের জানালা ভেঙে দিয়েছে। এ সময় ১৫ থেকে ১৭ বছর বয়সী ৭ জনকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার ফ্রান্সের প্যারিসের শহরতলী নন্তেরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এক কিশোরকে গাড়ি থামাতে বলে পুলিশ। তা না করায় ১৭ বছর বয়সী নাহেল নামের ওই কিশোরকে কাছ থেকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭