টেক ইনসাইড

আইডি ভ্যারিফাইড হলেই ব্যবহার করা যাবে টুইটডেক


প্রকাশ: 04/07/2023


Thumbnail

টুইটার আইডি ভ্যারিফাইড হলেই ব্যবহার করা যাবে টুইটডেক। সোমবার এক টুইট বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ৩০ দিনের মধ্যে এই পরিবর্তন কার্যকর হবে।’ 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইটডেকের উন্নত সংস্করণ নিয়ে আসছে কর্তৃপক্ষ। সেখানে পূর্বের তুলনায় অধিক ফিচার থাকবে। তবে এখন পর্যন্ত এটি স্পষ্ট নয়, নতুন এবং পুরাতন উভয় ব্যবহারকারীদের টুইটডেক ভ্যারিফাই করতে হবে কিনা।

পূর্বে টুইটডেক সম্পূর্ণ ফ্রি থাকার কারণে ব্যবসা এবং সংবাদ প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে এটি ব্যবহার করতো। এটার মাধ্যমে টুইটার পোস্ট সহজে মনিটর করা যায়।

টুইটার কর্তৃপক্ষ রাজস্ব বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে, তার অংশ হিসেবেই নতুন এই নিয়ম সামনে আনছে বলে মনে করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭