ওয়ার্ল্ড ইনসাইড

সুইডেনের ন্যাটোতে যোগদানে বিরোধিতা করে যাবে তুরস্ক: এরদোয়ান


প্রকাশ: 04/07/2023


Thumbnail

সুইডেনের ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে তুরস্ক বিরোধিতা করে যাবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (৩ জুলাই) এক ক্যাবিনেট মিটিং শেষে এরদোয়ান বলেন, ‘সুইডেন সকল দাবি না মানা পর্যন্ত আমরা বিরোধিতা করে যাব। তুরস্ক এখনও সুইডেনকে ন্যাটোর সদস্য হওয়ার অনুমতি প্রদানে প্রস্তুত নয়।’

এরদোয়ান বলেন, ‘গতবছর আমরা যা বলেছি এখনও সেই নীতিতে অবিচল রয়েছি। আমরা চাই না তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফেটোর সদস্যদের আশ্রয় দিক। আর আমি বলতে চাই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা পিছু হটব না।’

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে মস্কোর দুই প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। কিন্তু তুরস্ক প্রথম থেকে সুইডেনের ন্যাটো সদস্য হিসেবে অন্তর্ভুুক্তকরণে আপত্তি জানিয়ে আসছে।

তুরস্কের পিকেকে ও ফেটো সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে দেশটির সদস্য হতে আপত্তি জানায় আঙ্কারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭