ওয়ার্ল্ড ইনসাইড

রুশ রকেট হামলায় ইউক্রেনের লভিভ শহরে ৩ জন নিহত


প্রকাশ: 06/07/2023


Thumbnail

পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র আন্দ্রিয়ে সাদোভি। এ হামলায় গুরুতর একজনসহ মোট নয়জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় মেয়র আন্দ্রি স্যাডোভি হামলার পর একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে আঘাত হানা ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। অ্যাপার্টমেন্ট ভবনটি চারতলা বলে মনে হচ্ছে। এছাড়া মেয়রের পোস্ট করা ওই ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষও দেখা গেছে।

ছোট এক ভিডিও বার্তায় মেয়র বলেছেন, হামলায় অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে - ৫০ টিরও বেশি। এছাড়া এই হামলায় প্রায় ৫০টি গাড়িও ধ্বংস হয়েছে বলে জানান তিনি।

রাশিয়া গত কয়েক মাস ধরে ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে মারাত্মক হামলা চালিয়ে আসছে। রুশ এসব অস্ত্র প্রায়শই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ব্ল্যাকআউট সৃষ্টি করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭