ইনসাইড গ্রাউন্ড

গণভবনে তামিম ইকবাল


প্রকাশ: 07/07/2023


Thumbnail

বাংলদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। যা নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে গনভবনে তামিমকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে আজ সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছেন তামিম ইকবাল।

এদিকে তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি জানিয়েছেন, তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। তামিমকে ফোনে পাচ্ছেন না। বোর্ডকে কোনো কিছু না জানিয়েই তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন।

এমতাবস্থায় তামিমকে আটকানোর শেষ ভরসা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত তামিমকে ডেকেছেন সরকার প্রধান। সম্ভবত সিদ্ধান্ত বদলাতে যাচ্ছেন এই ড্যাশিং ওপেনার।

জানা গেছে, শুক্রবার সকালেই চট্টগ্রামের বাসা ছেড়ে ঢাকায় চলে গেছেন তামিম ইকবাল। ১৮ জুলাই পারিবারিক সফরে যাবেন দুবাই। তার আগে আজ বা আগামীকাল যে কোনো সময় তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭