ওয়ার্ল্ড ইনসাইড

লেবাননে মসজিদে গুলি, নিহত ১


প্রকাশ: 08/07/2023


Thumbnail

লেবাননের বেকা উপত্যকায় পূর্বাঞ্চলীয় বার ইলিয়াস শহরের একটি মসজিদের ভেতরে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছ্। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

সন্দেহভাজন বন্দুকধারী বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, লেবানিজ সেনাবাহিনী ও সন্দেহভাজন বন্দুকধারীর মধ্যে পরে আরো বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গোলাগুলিতে বন্দুকধারী আহত হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। নিহত ব্যক্তি ও আহত পাঁচজন সবাই সিরিয়ার নাগরিক। শহরটি অনেক সিরীয় শরণার্থীর আবাসস্থল, যারা তাদের দেশের ১২ বছরের সংঘাত থেকে পালিয়ে এসেছিল।

লেবাননের শিশু ও কিশোররা প্রায়ই তাদের বাড়িতে এবং আশপাশে বন্দুক সহিংসতার শিকার হয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭