ইনসাইড গ্রাউন্ড

সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশ: 08/07/2023


Thumbnail

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে  হেরে যাওয়ায় দ্বিতীয়টি বাংলাদেশের সামনে ‘মরা বাঁচার লড়াই’ ম্যাচে পরিণত হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হেরে গেলে টাইগারদের সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাবে। যেটা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসবে।

২০১৫ সাল থেকে ঘরের মাঠে মাত্র দুটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দুটিই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।

একদিনের ব্যবধানে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই সিরিজে আর খেলবেন না। তাকে দেড় মাসের ছুটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে তামিমবিহীন দল কে নিয়ে আশাবাদী ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুইমার দাস।  সিরিজ জয়ের দিকেই সমস্ত মনযোগ লিটনের। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস এখন সিরিজটি কিভাবে জিততে পারি। সিরিজ জেতার চেয়েও বড় জিনিস আগামীকাল কিভাবে ভালো খেলতে পারি।’

সিরিজে সমতা ফেরাতে হলে কী করতে হবে, সেটা জানিয়ে দিয়েছেন লিটন। তিনি জানান, মাঝের ওভারগুলোয় ভালো খেলতে হবে। লিটন বলেন, ‘আমরা যারা মিডল ওভারে ব্যাটিং করেছি, তারা কিন্তু খুব বেশিক্ষণ স্পিন খেলতে পারিনি। আমরাও জানি, মিডল ওভারে ওদের প্রধান অস্ত্র স্পিন। ওই সময়ে আপনি যত কম উইকেট হারাবেন, তত বেশি খেলায় থাকবেন।’

একমাত্র তাওহিদ হৃদয়ছাড়া ম্যাচটিতে আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি আফগান বোলারদের সামনে। দ্বিতীয় ম্যাচে কী করবে বাংলাদেশ? ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। গাজী টিভি এবং টি-স্পোর্টস সরাসরি দেখাবে খেলাটি।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

লিটন দাস(অধিনায়ক), নাঈম শেখ,  নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭