ইনসাইড পলিটিক্স

সমাবেশের জন্য চিঠি দিয়েছে বিএনপি, পর্যালোচনার পর অনুমতি


প্রকাশ: 09/07/2023


Thumbnail

আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশের অনুমতি পাবে কি না তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৯ জুলাই) বিকেলে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

১২ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের সমাবেশ করতে ডিএমপি কমিশনার কার্যালয়ে অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে দলটি। তবে ডিএমপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। ডিএমপি জানিয়েছে, অনুমতি দেওয়া যাবে কি না তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

বিএনপির দেওয়া চিঠির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি। সেটা আমরা পর্যালোচনা করবো। সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে- সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭