ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান


প্রকাশ: 10/07/2023


Thumbnail

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নিম্ন আয়ের পরিবারের ৮জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

রবিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পড়াশোনার কাজের সহায়ক হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্ন আয়ের পরিবারের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় দুইজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭