ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলের তুরুণ তুর্কি যাচ্ছেন বার্সাতে


প্রকাশ: 10/07/2023


Thumbnail

বয়স মাত্র ১৮ বছর। এর মধ্যেই ইউরোপের নজরে পড়ে গেছেন। বিশাল অঙ্কের অর্থ খরচ করে তাকে পেতে চাইছে বাঘা বাঘা ফুটবল ক্লাবগুলো। রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। কাড়াকাড়ি করাদের মধ্যে সবচেয়ে বড় নামটা বার্সেলোনা। যে কোনো মূল্যে তাকে পেতে চাইছে ক্লাবটি। ৪০ মিলিয়ন ইউরো দিতে চায় তারা। কে এই ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার?

নাম তার ভিটর রোকে। বাড়ি পেলের দেশ ব্রাজিলে। তবে তিনি ‘নতুন রোনালদো’ হিসেবে বহুল আলোচিত। হ্যা, ব্রাজিলের রোনালদোর সঙ্গেই তুলনা করা হচ্ছে তাকে। তবে দ্য ফেনোমেননের মতো হতে হলে ভিটরকে যেতে হবে আরও অনেক দূর

ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকারকে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা পুরোপুরি নিশ্চিত বলা চলে। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের এই তারকাকে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা।

স্পেনের সংবাদমাধ্যম এএস'এর সাংবাদিক হাভি মিগুয়েল এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছেন, রকিকে দ্রুত দলে টানতে যাচ্ছে বার্সেলোনা। ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। এই দুজনকে বিক্রি করতে পারলে লা লিগার দলবদল নীতি অনুযায়ী রকিকে এই গ্রীষ্মেই দলে নেওয়ার ব্যাপারে এগোতে পারবে বার্সেলোনা। তবে অন্তত চারজনকে বিক্রি করলে ব্যাপারটা নিশ্চিত করা যায়—এই চারজন হচ্ছেন এরিক গর্সিয়া, আনসু ফাতি, ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭