ইনসাইড গ্রাউন্ড

ধোঁয়াশা কাটছে না এশিয়া কাপ নিয়ে


প্রকাশ: 10/07/2023


Thumbnail

এশিয়া কাপের আয়োজন নিয়ে সাপলুডু খেলা থামছেই না। ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে বারবারই সংবাদের শিরোনামে ছয় জাতির এই টুর্নামেন্ট। তাই একপ্রকার অনিশ্চয়তার দিকেই যাচ্ছে এর আয়োজন। যার প্রভাব ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও পরতে পারে।

সাউথ আফ্রিকার ডারবানে ৯ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে আইসিসির সভা। এতে উপস্থিত থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি জয় শাহ।

এতে যোগ দেবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তারাও। পিসিবির হয়ে এই সভায় থাকবেন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। সেই সভায় পিসিবি এবং এসএলসির সূচি চূড়ান্ত করার কথা জয় শাহর। এমন সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম।

৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭