ইনসাইড বাংলাদেশ

একসঙ্গে চার শিশু জন্ম দিলেন মানিকগঞ্জের রোমানা


প্রকাশ: 10/07/2023


Thumbnail

মানিকগঞ্জে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন রোমানা ইসলাম নামের এক নারী। আজ সোমবার (১০ জুলাই) সকালে ঘিওর উপজেলার  বেসরকারি মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। নির্দিষ্ট সময়ের আগেই শিশু চারটি জন্ম নেওয়ায় রাখা হয়েছে আইসিইউতে। এদিকে প্রতিদিন ৪০ হাজার টাকা চিকিৎসা ব্যয় ভার বহন নিয়ে বিপাকে পরেছে পরিবার।

নবজাতকদের পিতা নয়ন শেখ জানান, শিবালয় উপজেলার ধামধরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। গত দুই বছর আগে রোমানা ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন। চার সন্তানের জন্মের খবরে পরিবার ও আত্নীয় স্বজন সবাই খুশি হলেও দুচিন্তায় রয়েছেন তিনি। নিদিষ্ট সময়ের আগেই অপরিপক্ক চার বাচ্চা জন্ম নেওয়ায় বর্তমানে বাচ্চাদের রাখা হয়েছে আইসিইউতে।

প্রতিদিন একেক নবজাতকের ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা খরচ হবে। মোটা অঙ্কের চিকিৎসা ব্যয়ভার দরিদ্র কৃষক পরিবারের সন্তান নয়ন ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না বলে জানান তিনি। এজন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন নয়ন শেখ। 

মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. আবু সাঈদ মো. আছলাম বলেন, ৩৪ সপ্তাহে বাচ্চা জন্ম নেওয়ায় জান নবজাতকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের এক সপ্তাহ থেকে ১৫ দিন আইসিইউতে রাখা লাগতে পারে। তবে মা রোমানা ইসলাম সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আবু সাঈদ মো. আছলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭