ইনসাইড বাংলাদেশ

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার ১


প্রকাশ: 11/07/2023


Thumbnail

জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মাষ্টার কম্পিউটার খ্যাত শফিকুল ইসলামকে ১৫ দিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের টীম। এছাড়াও তার সত্ত্বাধিকারী মাষ্টার কম্পিউটারের দোকান সিলগালাও করা হয়।

সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় শহরের স্টেশন রোডের মাষ্টার কম্পিউটার নামক দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শহরের শান্তিনগর এলাকার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করেন মাষ্টার কম্পিউটারের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়েছে। এছাড়াও তার ওই কম্পিউটারের দোকানটিও সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির বিষয় স্বীকার করেন ওই ব্যবসায়ী শফিকুল ইসলাম। তার বিরুদ্ধে কয়েক জন সাক্ষীও দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭