ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে বৃষ্টি-বন্যায় তিন দিনে ৩৭ জনের মৃত্যু


প্রকাশ: 11/07/2023


Thumbnail

টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধ্বসের কারণে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় হিমাচল প্রদেশে ১৮ এবং উত্তরপ্রদেশে আরও ৭ জনের প্রাণহানিসহ মোট ৩৭ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ১৮ জনই হিমাচলের, ৭জন উত্তরাখণ্ডের। হরিয়ানা এবং পাঞ্জাবে মোট ৯ জন এবং উত্তরপ্রদেশের ৩ জন।

অপরদিকে মঙ্গলবার সকালে যমুনার পানি ২০৬ দশমিক ২৪ মিটার রেকর্ড হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তাদের নেওয়া হবে বলে জানানো হয়।

এক বিবৃতিতে হিমাচল প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে এরই মধ্যে প্রায় ৮০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গত কয়েক দিনে অন্তত ৩৯ জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া গেছে। বন্ধ হয়ে গেছে রাজ্যের বেশিরভাগ সড়ক-মহাসড়ক। জারি রয়েছে রেড অ্যালার্ট। রাজ্যজুড়ে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডও। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে এবং ভূমিধ্বসের কারণে রাজ্যটিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে ১৩ জুলাই পর্যন্ত রাজ্যটিতে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় ১৬টি কন্ট্রোল রুম স্থাপন করেছে দিল্লি সরকার। এদিকে জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো দিল্লিতে এত বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮২ সালে একই ধরনের পরিস্থিতি দেখা যায়। সে সময় ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবারও নজিরবিহীন বৃষ্টিপাত দেখছে দিল্লিবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন দিল্লিসহ উত্তর ভারতের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হবে। যদিও বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাচ্ছে রাজধানী। কয়েকদিন ধরে সেখানে তাপমাত্রা কিছুটা কমেছে।

প্রবল বৃষ্টিতে প্রায় পুরো উত্তর ভারতেই নাজেহাল অবস্থা। সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করতে পদক্ষেপ নিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭