কালার ইনসাইড

বাংলাদেশের জন্য নচিকেতার ‘বরিষণ’


প্রকাশ: 11/07/2023


Thumbnail

দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গান গেয়ে দুই বাংলাতে সমান জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয় এই শিল্পী এবার বাংলাদেশের জন্য নতুন গান গাইলেন। গানটির শিরোনাম ‘বরিষণ’। কেতন শেখের লেখা ও সুরে এবং জয় শাহরিয়ারের সংগীতায়োজনে গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নচিকেতা। এটি প্রকাশিত হবে আজব রেকর্ডস থেকে। গানটি রেকর্ড করা হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে।

গান প্রসঙ্গে নচিকেতা বলেন, জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি ও সংগীত পরিচালক। এর আগেও বেশ কয়েকবার ওর লেখা ও সুরে গান গেয়েছি। এবার ওর সংগীতায়োজনে কেতনের লেখা ও সুরে গাইলাম। লেখাটা কবিতার মতো, গাইতে ভীষণ ভালো লেগেছে।

গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, নচিদা আমার ভীষণ প্রিয় একজন মানুষ ও শিল্পী। তার সঙ্গে যতবারই কাজ করতে যাই, তত বারই মুগ্ধ হই। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

কেতন শেখ বলেন, নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা ও সুরে গান মানে নিজের একটা স্বপ্নপূরণ। আশাকরি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে গানটি।
গত জুনে সর্বশেষ বাংলাদেশের জুটি মিউজিক থেকে প্রকাশিত হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’। ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটি গাওয়ার পাশাপাশি এতে সুরও দিয়েছেন নচিকেতা নিজেই। 

চলতি মাসের শেষ দিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭