ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা


প্রকাশ: 11/07/2023


Thumbnail

লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই ৭০ বছর বয়সী সুজায়েত উল্যা পাটওয়ারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত উল্যা ওই এলাকার মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সুজায়েত উল্যাহর ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরণ পাটওয়ারী সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয় বলে অভিযোগ তোলা হয়। এতে বিয়ে ভেঙ্গে দেয় কনে পক্ষ। বিষয়টি জানাজানি হলে জিজ্ঞাসা করতে গেলেই উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাপ-বেটা সুজায়েত উল্যাকে কিল-ঘুষি এবং হাতে থাকা লাঠি দিয়ে মাথার বাম পাশে আঘাত করে। একই সময় ভাতিজা কিরণ লাঠি দিয়ে তার চাচা সুজায়েত উল্যার মুখমণ্ডলে আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় সুজায়েত উল্যা গোসল করতে পুকুরের দিকে যাচ্ছিলেন বলে জানান তার ভাতিজা আজাদ।

লক্ষ্মীপুর সদর থানার (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭