টেক ইনসাইড

বিটকয়েনের দাম উঠতে পারে ১ লাখ ২০ হাজার ডলারে!


প্রকাশ: 12/07/2023


Thumbnail

আবার বাড়তে শুরু করেছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দর। চলতি ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম ৮০ শতাংশ বেড়েছে। বর্তমানে ডিজিটাল মুদ্রাটির দর দাঁড়িয়েছে ৩০ হাজার ২০০ ডলারে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ প্রতি বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারে পৌঁছতে পারে। আর আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে তা বেড়ে ১ লাখ ২০ হাজার ডলার স্পর্শ করতে পারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিটকয়েনের দর আবার বাড়তে শুরু করেছে। ফলে শীর্ষ ক্রিপ্টোকারেন্সিটির প্রতি ব্যাপক আকৃষ্ট হতে পারেন বিনিয়োগকারীরা। বিশ্বব্যাপী সরবরাহের জন্য মজুত বাড়াতে উৎসাহিত হতে পারেন উৎপাদনকারীরা।

গত এপ্রিলে আরেক পূর্বাভাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছিল, আগামী বছরের শেষ নাগাদ বিটকয়েনের মূল্য ১ লাখ ডলারে উঠতে পারে। সেসময় তারা বলেছিল, ক্রিপ্টেকারেন্সির তথাকথিত ‘শীতকাল’ শেষ হতে চলেছে।

তবে এখন ব্যাংকটির ঊর্ধ্বতন বৈদেশিক মুদ্রা বিশ্লেষক জেফ কেনড্রিক আরেক ধাপ বাড়িয়ে বলছেন, বিটকয়েনের দাম আরও ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, বিটকয়েনে মুনাফা বাড়ছে। ফলে এখন মুদ্রাটি খুব বেশি বিক্রি করবেন না বিনিয়োগকারীরা। অল্প পরিমাণে বিক্রি করবেন তারা। এতে নগদ প্রবাহ ভালো থাকবে। ফলে ভার্চুয়াল মুদ্রাটির নিট সরবরাহ কমবে। তাতে দরও ঊর্ধ্বমুখী থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭