ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে ক্রিকেট কি হারিয়ে যাচ্ছে তাহলে?


প্রকাশ: 12/07/2023


Thumbnail

ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনার সুপারিশ করেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ম্যাচ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে এমসিসি। যার জন্য বিশ্বকাপের বছর ছাড়া বাকি সময়ে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করারও সুপারিশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ জুলাই) এমসিসি কমিটির এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিসির বর্তমান সভাপতি মাইক গ্যাটিং বলেছেন, ‘সময় এসেছে ক্রিকেটের অনেক কিছুই নতুনভাবে গড়ে তোলার।’এমসিসি কমিটির সেই বৈঠকে ছিলেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, হিদার নাইট, রমিজ রাজা, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান ও ঝুলন গোস্বামী

দিনকে দিন টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি আর ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা ওয়ানডে আর টেস্ট খেলার আগ্রহ হারাচ্ছে। ওয়ানডে আর টেস্ট থেকে কম বয়সেই অবসরে  যাচ্ছেন অনেক ক্রিকেটার।

তাই ওয়ানডে আর টেস্টের জনপ্রিয়তা ধরে রাখতেই এমসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ কমিয়ে আনার ব্যাপারে কথা বলেছিলেন সাবেক ক্রিকেটাররাও



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭