ইনসাইড বাংলাদেশ

স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন দুই বিসিএস কর্মকর্তা


প্রকাশ: 12/07/2023


Thumbnail

যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন। তাদের একজন বাংলাদেশ রেলওয়ে (প্রকৌশল) ক্যাডারের আরেকজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তারা চাকরি থেকে অবসর নিচ্ছেন বলে আবেদনে উল্লে­খ করা হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে ক্যাডারের ১৩তম ব্যাচের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে মার্জ হওয়া ১৭ ব্যাচের উপসচিব রাহেমা ছালাম খান জুনে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেন। কাকতালীয়ভাবে একই মাসে স্বেচ্ছায় অবসরের আবেদন করলেও তারা পরস্পর আত্মীয়স্বজন নন। তাদের উভয়ের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। তারা শতভাগ অবসর সুবিধা পাবেন। তাদের আবেদন গৃহীত হয়েছে। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭