ওয়ার্ল্ড ইনসাইড

অস্ত্র হস্তান্তর করছে ওয়াগনার বাহিনী: রাশিয়া


প্রকাশ: 13/07/2023


Thumbnail

রাশিয়ার নিয়মিত সশস্ত্র বাহিনীর কাছে ভাড়াটে ওয়াগনার গ্রুপ তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো হস্তান্তর সম্পন্ন করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ট্যাংক, রকেট এবং অন্যান্য ভারী অস্ত্রসহ দুই হাজারের বেশি সামরিক সরঞ্জাম ও আড়াই হাজার টন গোলাবারুদ ইতোমধ্যে হস্তান্তর করেছে ওয়াগনার।

রুশ মন্ত্রণালয়ের এই দাবি সঠিক হলে এটিই হবে ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে ওয়াগনার যোদ্ধাদের সরে আসার প্রথম ও সুনির্দিষ্ট ইঙ্গিত।

ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গত ২৯ জুন মস্কোতে পুতিনের সঙ্গে তার এই সাক্ষাৎ হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রিগোজিন দাবি করেছেন, সরকারকে উৎখাত করা বিদ্রোহের উদ্দেশ্য ছিল না। তারা চেয়েছিল প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানকে বিচারের আওতায় আনতে। সম্প্রতি এই দুজন নিজেদের দায়িত্ব পালন করছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭