ইনসাইড গ্রাউন্ড

ইমাজিং এশিয়া কাপের, প্রথম ম্যাচে রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ


প্রকাশ: 13/07/2023


Thumbnail

আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৫০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান।

 ১২৪ বলে ১৩৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আভিস্কা। যার সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ১৩টি চার ও ৩ ছক্কায় ছিল আভিস্কার ইনিংসে। তিন নম্বরে ব্যাটিং করা বিনোদ ভানুকার ব্যাট থেকে আসে ৫৭ রান। এ ছাড়াও ওপেনার লাসিথ ক্রসপুলে ৩১, পসিন্দু সুরিয়াবান্দারা ৪৩, আশেন বান্দারার ৩৫ ও দুনিথ ওয়েললাগ ৩১ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রিপন মন্ডল ১০ ওভারে ৭২ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন সৌম্য সরকারও। কিন্তু রান দেওয়ার ক্ষেত্রেও সৌম্য ছিলেন উদার। ৫ ওভারে দিয়েছেন ৫২ রান। একটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার রাকিবুল হাসান ও শেখ মেহেদী হাসান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭