ইনসাইড আর্টিকেল

দাউদের সাহায্য চাইলেন তারেক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/03/2018


Thumbnail

বাংলাদেশের বর্তমান সরকারকে হটাতে দাউদ ইব্রাহিমের সহায়তা চেয়েছেন তারেক জিয়া। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এই তথ্য দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরকে। দাউদ ইব্রাহিম মাফিয়া ডন এবং বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ভারতে তাঁর বিরুদ্ধে মুম্বাই হামলাসহ একাধিক হত্যা, সন্ত্রাস এবং বিস্ফোরণ ঘটানোর মামলা রয়েছে। বর্তমানে দাউদ দুবাইয়ে অবস্থান করছেন। দাউদ ইব্রাহিমে সঙ্গে তারেক জিয়ার একাধিক যৌথ ব্যবসা রয়েছে।

‘র’ এর গোপন বার্তায় বলা হয়েছে, ‘বেগম জিয়া গ্রেপ্তার হবার পর তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ৮ ফেব্রুয়ারি। তারেক জিয়া আশা করেছিলেন, তাঁর মাকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়বে। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি।’ ওই বার্তায় বলা হয়েছে, ‘বিএনপির নেতারা আন্দোলনের চেয়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে বেশি আগ্রহী। বিএনপির অধিকাংশ সম্ভাব্য প্রার্থী তাঁদের নির্বাচনী এলাকায় প্রচারণাও শুরু করেছেন।’ তাঁদের বার্তায় এটাও বলা হয়েছে, ‘এখন সহিংস রাজনীতি করে শক্তি ক্ষয় করতে রাজি নয় বিএনপির কোনো নেতাই।’ এর ফলে দলের কর্তৃত্ব হারিয়েছেন তারেক।’ ভারতীয় এই গোয়েন্দা সংস্থা মনে করছে, ‘ শান্তিপূর্ণ সমঝোতা হলে তারেকের দেশে ফেরা এবং বিভিন্ন মামলা থেকে রেহাই পাওয়া দুরূহ হয়ে পড়বে।’ ভারতীয় সংস্থার বার্তায় বলা হয়েছে, ‘তারেক জিয়ার বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা চলমান রয়েছে। এই মামলার বিচার শেষ পর্যায়ে। এই বিচারে দোষী প্রমাণিত হলে, তারেক জিয়ার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই সরকার উৎখাতে মরিয়া হয়ে উঠেছে এই ফেরারি।’

লন্ডনের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে গোয়েন্দা সংস্থা ‘র’ বলেছে, তারেক বাংলাদেশে সক্রিয় একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তাদের জন্য অর্থায়নের ব্যবস্থা করছেন। কিন্তু বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির কারণে, জঙ্গি সংগঠনগুলো কিছু করার সুযোগ পাচ্ছে না। ফলে, মরিয়া তারেক জিয়া দাউদ ইব্রাহিমের সহায়তা চেয়েছেন।’

‘র’ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেক জিয়ার দুই প্রতিনিধি গত সপ্তাহে দুবাইয়ে দাউদ ইব্রাহিমের এজেন্টের সঙ্গে দেখা করেছেন। দুই দফায় তাদের মধ্যে প্রায় তিনঘণ্টা বৈঠক হয়েছে।‘ `র’ এর রিপোর্ট অনুযায়ী, ‘তারেক জিয়ার সঙ্গে দাউদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রায়ই তাঁদের কথা হয় এবং এজেন্টের মাধ্যমে যোগাযোগ হয়।’

উল্লেখ্য, ২০০৪ সালে দুবাইয়ে প্রথম তারেক-দাউদ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।



Read In English: http://bit.ly/2oPZkR3


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭