ইনসাইড বাংলাদেশ

গুলশানের মার্কেট আর খুলে দেয়া হবে না: ডিএনসিসি


প্রকাশ: 15/07/2023


Thumbnail

গুলশান সুপার মার্কেট ব্যবসা পরিচালনার জন্য আর খুলে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র আতিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের চিঠির ভিত্তিতে দুই বছর আগে এই মার্কেট বন্ধে দফায় দফায় সময় চেয়েও কথা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার ওই এলাকাতে প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করলে তৈরি হয় দীর্ঘ যানজট।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান ভিন্ন কথা। গুলশান-১ নম্বরের এই মার্কেটটি রাজউকের অনুমোদিত নয়। ব্যক্তি মালিকানাধীন হলেও ভবনে মৃত্যু ঝুঁকি থাকলে তা তড়িৎ গতিতে বন্ধ করার দায়িত্ব সিটি করপোরেশনের। দুই বছর আগে ফায়ার সার্ভিস এই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। দফায় দফায় নোটিশের বিপরীতে সময় চাইলেও কথা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ। তাই এবার আর মানুষের জান-মালের ঝুঁকি নেবে না নগর কর্তৃপক্ষ।

একই সঙ্গে তিনি সিটি করপোরেশনের ৫টি মার্কেটের ৮টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলারও ঘোষণা দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭