ইনসাইড গ্রাউন্ড

ইমার্জিং এশিয়া কাপে ওমানকে উড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়


প্রকাশ: 15/07/2023


Thumbnail

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কায় উদ্বোধনী দিনে স্বাগতিক লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাইফ হাসানের দল। কলম্বোতে ওমানের দেওয়া ১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দাপটের সঙ্গে ২০১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। 

সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হতো এই ম্যাচ, এমন সমীকরণ মাথায় নিয়ে নেমে শনিবার (১৫ জুলাই) দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ 'এ' দল। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ওমানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করতে নেমে ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২৬ রান করেন আয়ান খান। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন সাকিব। জবাবে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন তামিম।

১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছেন দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮৬ রান তুলে বাংলাদেশ। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তামিম এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। ২৮ বলে ফিফটি তুলে নেওয়া এই ওপেনার সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে যোগ করেছেন ৪৯ বলে ৬৮ রান।  

এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। অধিনায়ক ডাক খেয়ে সাজঘরে ফিরলেও বাকিটা পথ জাকির হাসানকে সঙ্গে নিয়ে নিরাপদেই পাড়ি দিয়েছেন নাঈম শেখ। এই ওপেনার ৪৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। এই জয়ে সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। 

এর আগে ওমানের ইনিংসের শুরু থেকেই ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মাত্র ৬ রানেই ওপেনার আবদুল রউফকে সাজঘরে পাঠান রিপন মন্ডল। ৩ রান পরই অধিনায়ক আকিব ইলিয়াসকে আউট করেন তানজিদ হাসান সাকিব। রানের খাতাই খুলতে পারেননি ওমান দলপতি। এরপর ৪৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি।

তবে তাদের বিদায়ের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ওমানের ইনিংস গুটিয়ে যায় ১২৬ রানে। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৯ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়ের শিকার দুইটি করে উইকেট। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭