ওয়ার্ল্ড ইনসাইড

দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী গ্রেফতার


প্রকাশ: 16/07/2023


Thumbnail

শীর্ষ পর্যায়ের একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস ইশ্বরনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই প্রথমবারের মতো এমন গ্রেফতারের খবর নিশ্চিত করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি)। তদন্তে এক বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, পরিবহণমন্ত্রী এস ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান। ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেফতার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান। 

তবে সিপিআইবি তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ বলে মনে করা হয়। দেশটির সরকারের শীর্ষ পদে এমন দুর্নীতির ঘটনা বিরল।

দেশটিতে দুর্নীতি রোধে বেসরকারি খাতে যে বেতন, তার সঙ্গে তুলনা করে মন্ত্রীপরিষদের সদস্যদের বেতন দেওয়া হয়।

গত সপ্তাহের শুরুতে সিপিআইবি জানিয়েছিল, চলমান তদন্তে সহায়তার জন্য ইশ্বরানকে প্রয়োজন। সেসময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। লি জানান, সিপিআইবি আনুষ্ঠানিক তদন্তের জন্য তার অনুমোদন চেয়েছিল, যেখানে অন্যান্যদের মধ্যে পরিবহনমন্ত্রী ঈশ্বরানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭