ইনসাইড গ্রাউন্ড

সৌদি ক্লাবে যাচ্ছেন ব্রাজিলিয়ান তরকা ফ্যাবিনহো


প্রকাশ: 16/07/2023


Thumbnail

জমে উঠেছে ফুটবলের ট্রান্সফার মার্কেট। সৌদি লিগ জমজমাট করতে সাদিও মানে, জর্ডান হেন্ডারসন ও ফ্যাবিনিও'র মতো তারকা ফুটবলার রয়েছে সৌদি ক্লাবগুলোর রাডারে। করিম বেনজেমা ও এনগালো কন্তের পর আল ইত্তিহাদে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনিও’র।

লিভারপুলের প্রাক মৌসুমের দলে নেই ফ্যাবিনহো। তার দলে না থাকা বড় ঘটনা। কারণ ফ্যাবিনহোয় সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের চোখ পড়েছে বলে গুঞ্জন ছিল। তিনি দলে না থাকায় ওই সম্ভাবনা জোরালো হলো। 

এমনিতে ছুটির কারণে অনেক ফুটবলার প্রাক মৌসুম মিস করেন। ফ্যাবিনহোর ঘটনা তা নয়। তাকে কিনতে ইত্তিহাদ ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রেডসদের। ২৯ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য অর্থটা অনেক। 

সঙ্গে ফ্যাবিনহোকে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব করেছে সৌদি ক্লাবটি। শুধু ফ্যাবিনহো নয় লিভারপুলের অধিনায়ক এবং অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জর্ডান হ্যান্ডারসনকে চায় ইত্তিহাদ। তাকে সপ্তাহে ৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব করেছে সৌদি ক্লাবটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭