ইনসাইড বাংলাদেশ

বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বললো ডিএমপি


প্রকাশ: 16/07/2023


Thumbnail

আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচি উপলক্ষে দলটিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে মাইকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে বিএনপিকে।

ডিএমপি জানায়, জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে এসংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

রোববার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ পদযাত্রার প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি চিঠি দিয়ে মাইকিং করা থেকে দলটিকে বিরত থাকতে বলে।

ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭