ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ,দলে দুই পরিবর্তন


প্রকাশ: 16/07/2023


Thumbnail

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রথম ম্যাচ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

দুটি পরিবর্তন আছে বাংলাদেশ দলে। সাকিব জানিয়েছেন, কাঁধের চোটের কারণে খেলতে পারছেন না রনি তালুকদার। তাঁর জায়গায় আনা হয়েছে আফিফ হোসেনকে। সেক্ষেত্রে কে ইনিংস ওপেন করবেন, তা জানাননি। নাজমুল হোসেনেরই আসার কথা লিটন দাসের সঙ্গে।

বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে, আগের ম্যাচে উইনিং শটটি যিনি খেলেছিলেন। দলে ফিরেছেন হাসান মাহমুদ

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭