ইনসাইড বাংলাদেশ

‘শীর্ষ নেতারা খালেদাকে বিভ্রান্ত করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2018


Thumbnail

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তারেকপন্থীরাও দেখা করতে চান বেগম জিয়ার সঙ্গে। বুধবার রাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে তারেকপন্থীরা সমঝোতার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তরুণরা শান্তিপূর্ণ আন্দোলনের নামে আত্মসমর্পনের বিরোধিতা করেন। বেগম জিয়ার সঙ্গে ৮ নেতার কি আলোচনা হয়েছে তা দলীয় ফোরামে তুলে ধরার দাবি করা হয় বৈঠকে।

বৈঠকে রিজভী বলেন, ‘বেগম জিয়াকে জেলে রেখে কোনো সমঝোতা হবে না।’ বৈঠকে মন্তব্য করা হয় যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্যই নেতারা সমঝোতার পথে হাঁটছেন। এটা করতে দেওয়া যায় না। রিজভী মনে করেন, বিএনপি চেয়ারপারসনকে ভুল বোঝানো হচ্ছে। এই নেতারা অতীতেও বেগম জিয়াকে বিভ্রান্ত করেছে, এখনো করছে। এদের কারণেই ২০১৪ তে ঢাকায় আন্দোলন হয়নি। এখনো আন্দোলন হচ্ছে না। বৈঠকে মন্তব্য করা হয়েছে, সমঝোতায় রাজি হলে বেগম জিয়ার রাজনৈতিক মৃত্যু হবে। দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে তরুণরা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। এব্যাপারে একটি আবেদনও তৈরি করা হয়েছে।

আজ অবস্থান কর্মসূচির পর, এই আবেদন সরকারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭