ইনসাইড বাংলাদেশ

আ. লীগের দুর্নীতি খুঁজতে বিএনপির কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2018


Thumbnail

আওয়ামী লীগের ‘দুর্নীতি’ খুঁজতে সার্চ কমিটি গঠন করেছে বিএনপি। একদল গবেষকের সমন্বয়ে এই সার্চ কমিটি সমন্বয় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তাঁর সঙ্গে রয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং কয়েকজন সাবেক আমলা। বিএনপির লক্ষ্য হলো, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কথিত দুর্নীতির তথ্য প্রমাণ অনুসন্ধান করা এবং তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা। ইতিমধ্যেই এই কমিটির পক্ষ থেকে দুটি প্রভাবশালী দৈনিকের সম্পাদকের সাথে বেঠক করা হয়েছে। এই দুটির মধ্যে একটি বাংলা, অন্যটি ইংরেজি। এই দুই সম্পাদকই ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব। দুটি পত্রিকাই গত তিনমাস ধরে আওয়ামী বিরোধী প্রচারণায় নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে খবর সংগ্রহের জন্য মফস্বল সাংবাদিকদের তাগাদা দেওয়া হয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সরকার বিরোধী প্রচারণার জন্য দুটি শীর্ষ দৈনিক সম্মত হয়েছে। এব্যাপারে তারা কাজও শুরু করে দিয়েছে। তথ্য সংগ্রহ এবং অনুসন্ধানে পত্রিকা দুটিকে সহায়তা করছে বিএনপির ওই সার্চ কমিটি। ওই সূত্র আরও জানিয়েছে, সরকারের ভেতরও বিএনপির প্রতি অনেক সহানুভূতিশীল কর্মকর্তা রয়েছেন। তারাও সহায়তা করছে বিএনপিকে। সূত্র মতে, বিএনপির প্রাথমিক লক্ষ্য হলো ব্যাংকিং সেক্টর এবং মেগা প্রজেক্টের দুর্নীতিগুলো তুলে ধরা। এর সঙ্গে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা। প্রধান দুটি দৈনিক ছাড়াও আরও কিছু দৈনিক এই প্রক্রিয়ায় শিগগিরই যুক্ত হবে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭