ইনসাইড গ্রাউন্ড

বিরাট রোহিত বাদ, ভারতের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়


প্রকাশ: 17/07/2023


Thumbnail

চীনের হাংজুতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। প্রতিযোগিতার ১৯ আসরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার হতে যাচ্ছে ক্রিকেট ইভেন্ট। আসন্ন এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ভারত। এই আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ২০২৩ আইপিএলের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ভারত। যেখানে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে ব্যাট হাতে আলো ছড়ানো বাঁ-হাতি ব্যাটার রিঙ্কু সিং।সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়ালও আছেন এই দলে। সবশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬২৫ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার। তিনি ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে রাখা হয়েছে তিলক ভার্মা, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আভেশ খানকে।

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বৈশ্বিক ওই টুর্নামেন্টেই ব‍্যস্ত থাকবেন মূল ক্রিকেটাররা। তাই এই প্রতিযোগিতার জন্য এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশের কারোরই পূর্ণ শক্তির দল পাঠানোর সুযোগ নেই। তাই ব্যাকআপ খেলোয়াড়দের এশিয়ান গেমসে পাঠাচ্ছে ভারত।

১৯৫১ সাল থেকে শুরু হয়েছিল এশিয়ান গেমস। ক্রিকেটে আগের দুই ইভেন্ট ২০১০ ও ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। পুরুষদের লড়াইয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, পরেরবার শ্রীলঙ্কা। আর নারীদের ইভেন্টে দুইবারই চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে পাকিস্তানের মেয়েরা।

এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি দল : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ইয়াশভি জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, আভেশ খান, আর্শদিপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে, প্রাভসিমরান সিং।

স্ট্যান্ড বাই : ইয়াশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কাটেশ আইয়ার, দিপক হুডা, সাই সুদর্শন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭