ইনসাইড বাংলাদেশ

সস্ত্রীক ভোট দিলেন ডিএমপি কমিশনার


প্রকাশ: 17/07/2023


Thumbnail

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার গোলাম ফারুক। তার স্ত্রীও এই আসনের ভোটার।

সোমবার (১৭ জুলাই) দুপুর সোয়া ২টায় বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, ভোটার উপস্থিতি কম, তবে কোথাও কোনো ঝামেলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন গুলশান-বনানীর বাসিন্দারা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনকে ঘিরে গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকার প্রত্যেকটি চেকপোস্ট ও প্রবেশপথে চলছে তল্লাশি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ও মোটরসাইকেল চলাচল বন্ধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ইসির তথ্যানুযায়ী, উপনির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ-আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছে। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র‍্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয়েছে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭