লিভিং ইনসাইড

যে পেশা শুধুই নারীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2018


Thumbnail

সারা পৃথিবীতেই নারী জাতির ওপর প্রাচীন আমল থেকে অবমাননা হয়ে এসেছে। নারীদের ওপর পুরুষরা নিজেদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছে। তবুও বর্তমান সমাজ এবং পৃথিবীতে নিজেদের অস্তিত্ব আজ নারী নিজেই প্রমাণ করে দিয়েছে। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই নয়, অনেক কাজে পুরুষকে টপকে যেতে পারে তারা। সারাবিশ্বে এমন অনেক কাজ রয়েছে যা শুধু নারীদের দ্বারাই হয়। নারীপ্রধান এই কাজে পুরুষের প্রবেশও নিষেধ। আসুন জেনে নেওয়া যাক এই ধরণেরই কিছু ভিন্নধর্মী কাজ।

মাতৃত্ব; সারোগেসি ও এগ ডোনার হিসেবে

পৃথিবীতে মা হতে চায় প্রতিটি নারী। কিন্তু বিভিন্ন শারীরিক অসুবিধা এবং ভাগ্যের পরিহাসে বহু নারী সন্তানধারণ থেকে বঞ্চিত হয়ে থাকে সারা জীবনের জন্য। এক্ষেত্রে বর্তমান বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতির ফলে একজন নারীকে আর মাতৃত্ব থেকে বঞ্চিত রাখে না। সারোগেসি বা এগ ডোনার হিসেবে মহিলাদের মূল্য তাই আজ অপরিসীম। নিজের সন্তান ধারণ না করেও অপর পুরুষের এবং অপর কোন মহিলার ডিম্বাণুর সাহায্যে কোন তৃতীয় মহিলার গর্ভে সন্তানের জন্ম দেবার বৈজ্ঞানিক পদ্ধতিকেই সারোগেসি বলে। অর্থাৎ এখানে গর্ভধারণ সম্পূর্ণভাবে সেই মহিলার শরীরের ওপর নির্ভর করে, যার শরীরকে ব্যবহার করে কোন দম্পতি সুস্থ সন্তান কামনা করেন। সন্তানের গর্ভধারণে এই তৃতীয় মায়ের ভূমিকা দশ মাস থাকলেও সন্তান তাঁর হয় না। নির্দিষ্ট সময় পরে সেই সন্তানের উত্তরাধিকার বর্তায় স্পার্ম ডোনার প্রকৃত বাবা এবং ডিম্বাণু দানকারী প্রকৃত মায়ের ওপর।

নার্সিং

নার্সিং এমন একটি পেশা যেটি নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের স্বাস্থ্য, পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক অথবা সামাজিকভাবে কোন রোগী বা ব্যক্তির স্বাস্থ্যের দায়িত্ব সহকারে যত্নের মাধ্যমে তার ভগ্ন স্বাস্থ্যের সুচিকিৎসা করা হয়, স্বাস্থ্যের পুনরুদ্ধার এবং জীবনযাত্রার উন্নতি করা হয়। এই পেশাটি একমাত্র মহিলাদের দ্বারাই সম্ভব। চিকিৎসক পুরুষ হলেও নার্স অতি অবশ্যই একজন মহিলা হতে হয়। শুধু যে কর্তব্যপরায়ণ ও দায়িত্ববান বলে নয় বরং নারীদের সহজাত, সুলভ নমনীয়তা ও যত্ন করার সহজাত দক্ষতার জন্যই নারীদের এই কাজে নিয়োগ করা হয়।

শিশুদের স্কুল টিচার

একজন শিশু যখন বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরের জগতের সাথে পরিচিত হতে চায় তখনই শিশুটিকে জীবনে প্রথমবার যে জায়গায় যেতে হয় সেটি হলো শিশুদের জন্য নির্ধারিত মন্টেসরি স্কুল। যেখানে শিশুটিকে দুনিয়ার সাথে পরিচয় করাবার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে। কিন্তু যে শিশুটি সদ্য স্কুলের গণ্ডীতে পা দেয় সেখানে কোন পুরুষের সংস্পর্শে সে সহজ পারে না, কিন্তু কোনো মহিলার সংস্পর্শে সে তার নিজের মায়ের যত্ন খুঁজে পায়। ঠিক এই কারণেই নারীদের নমনীয়তা এবং সন্তানের প্রতি যত্ন ও দায়িত্ব নেবার বিশেষ ক্ষমতায় পারদর্শীতার জন্যই যেকোনো মন্টেসরি স্কুলে শুধুমাত্র মহিলাদের জায়গা হয়। এক্ষেত্রে কোনো পুরুষকেই আজ অবধি মন্টেসরি টিচার্স ট্রেনিং করতে বা মন্টেসরি স্কুল এ টিচার হিসাবে দেখা যায়নি

গাড়ির মডেলিং

আজ অবধি এখনো কোনো পুরুষকে গাড়ির লঞ্চিং প্রোগ্রামে মডেল হিসেবে দেখা যায়নি। পৃথিবীতে বহু নামিদামি গাড়ি কোম্পানি গুলির তাদের নতুন গাড়ি বাজারে আনবার সময় সেগুলো দুনিয়ার সামনে প্রথমবার উপস্থাপনের জন্য মডেলের প্রয়োজন হয়। কিন্তু অদ্ভুতভাবে আজ পর্যন্ত কোনো পুরুষ মডেলকে কোন গাড়ির মডেল হিসেবে অন্তত দেখা যায়নি। বিভিন্ন গাড়ির বিজ্ঞাপনে পুরুষদের দেখা গেলেও মডেল হিসেব দেখা যায়নি।

মারমেইড বা জলপরী

এই পেশাটি মহিলা অধ্যুষিত বলা যেতে পারে। সিরেনা নামক সিঙ্গাপুরের এক মহিলা প্রথম মারমেইড বা জলপরী হিসাবে পারফর্ম করেছিল। প্রতি ঘন্টায় পাঁচশো ডলারের বিনিময় যে কেউ সিরেনার মারমেড সার্ভিসকে ভাড়া করতে পারেন যার মধ্যে গান গাওয়া, গল্প শোনানো এবং জলে বিভিন্ন রকম খেলা দেখানো অন্তর্ভুক্ত। সিরেনা বর্তমানে একটি মারমেড স্কুল খুলেছেন যেখানে প্রচুর মহিলা নিজেদের স্বপ্ন সত্যি করতে পারে।

অর্গাসমিক মেডিটেশনের প্রতিষ্ঠাতা

অনেকেই জীবনে প্রথমবার হয়তো অর্গাসমিক মেডিটেশনের নাম এখানে শুনবেন। (Orgasmic Meditation) বা সংক্ষেপে (OM) ব্রিটিশ কোম্পানি। এর উদ্যোক্তা হলেন নিকোল ডেডোন। মহিলাদের যৌনতা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানকল্পে এই প্রতিষ্ঠানটি এই বিষয় সম্বন্ধীয় বিভিন্ন গবেষণা করে এবং মহিলাদের সাহায্য করে। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় দশ হাজার লোক এই সংস্থার সাথে জড়িত এবং লন্ডন ও সান ফ্রানসিসকোর মত জায়গাতেও এই মহিলাচালিত উদ্যোগটি বিখ্যাত হয়ে উঠেছে।

সিঙ্গাপুরের পুল আন্টি

এটি সম্ভবত সবথেকে আশ্চর্যজনক যে সিঙ্গাপুরের এই পুলটিতে আজ অবধি কোন পুরুষকে অর্থাৎ Singapore Pools Uncle (SPU) কে দেখা যায়নি। অদ্ভুতভাবে এই পুলটিতে শুধুমাত্র মহিলারাই কাজ করে থাকেন, তাই এই কর্মক্ষেত্রটিও নারী অধ্যুষিত ও পুরুষ বিবর্জিত বলা যেতেই পারে।

মহিলা পার্লার

মহিলা পার্লারে সাধারণত পুরুষের প্রবেশ নিষেধ। তেমনি কোনো নারী পার্লারে পুরুষকে নারীর প্রসাধন বা রূপচর্চায় সাহায্য করতেও দেখা যায়নি। যদিও পুরুষ বিউটিশিয়ানের সংখ্যা কম নয়। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পৃথিবীর সর্বত্রই পুরুষদের আধিপত্য বিস্তার রয়েছে, কিন্তু তবুও শুধুমাত্র মহিলা পার্লারে এখনো পর্যন্ত গোপনীয়তা এবং মহিলাদের যত্নের জন্য পুরুষ প্রবেশ নিষেধ। সেখানে শুধুমাত্র মহিলাদের আধিপত্য ও আধিক্য লক্ষ্য করা যায়।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭