ইনসাইড গ্রাউন্ড

বন্ধুর পাশে দাড়ালেন সাকিব আল হাসান


প্রকাশ: 20/07/2023


Thumbnail

যুব হকি দলের খেলোয়াড় রামিম হোসেনের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব। 

ওমানে অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছিলেন রামিম হোসেন। তিনি ভারতের কলকাতায় উন্নত চিকিৎসার জন্য যাবেন। তার চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব।

সাকিবের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানে তার রুমমেট ছিলেন জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। রামিনের ইনজুরির বিষয়টি পিন্টুই সাকিবকে জানিয়েছিলেন। 

এ ব্যাপারে পিন্টু বলেন, আফগানিস্তান সিরিজ চলাকালেই আমি রামিনের বিষয়টি সাকিবকে জানাই। বলামাত্রই সাকিব বলেছে আমি চিকিৎসা ব্যয়ের একটা অংশ বহন করব। সাকিব নীরবে অনেকের পাশে দাঁড়ান, যা কখনো জানাতে চায় না। তবে এবার রামিনের অনুরোধেই আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছি।

রামিনের চিকিৎসার বাকি টাকা ফেডারেশনসহ অন্যান্য মাধ্যম থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন হকি তারকা পিন্টু।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭